মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ
শেখ মুজিবুর রহমান
তাহমিনা ইসলাম
কলমের কালিতে আর কি লিখবো?
যখন হৃদয়ে লিখেছে একটি নাম,
শেখ মুজিবুর রহমান…
মুজিবের আহ্বানে জাগ্রত,
লাখ লাখ বাঙ্গালী জনতা
দীর্ঘ নয় মাস করে যুদ্ধ,
রেখেছে তাদের কৃতিত্ব।
আমি কলমের কালিতে আর কি বা লিখবো?
যখন মুজিবের স্বাধীন বাংলাদেশ,
অগ্রগতির পথযাত্রী,
ঠিক তখনি!
১৯৭৫ সালে ১৫ই আগস্ট চক্রান্তকারীরা,
তাকে সপরিবারে হত্যা করে।
মুজিব তুমি মৃত্যুঞ্জয়,অমর,অভিনাশী,
তুমি মরেও অমর হয়ে আছো,
লাখ লাখ বাঙালীর অন্তরে।
বাংলার পতাকা রবে যতকাল,
মুজিব তোমার আত্নত্যাগের দৃষ্টান্ত,
রবে ততকাল।
তোমার দেশপ্রেম হবে নাকো ম্লান,
…হে শেখ মুজিবুর রহমান।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৫-০৮-২০১৬ইং/ অর্থ
Tags: