muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

এমন নেতা এ দেশের আর কখনও আসবে না

মুক্তিযোদ্ধার কণ্ঠ  ডেস্ক : দুষ্কৃতিকারীর দল বঙ্গবন্ধুকে হয়তো হত্যা করেছে। কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারেনি। বরং বঙ্গবন্ধুর শাহাদতের মাধ্যমে তার আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে যাচ্ছে। বঙ্গবন্ধুই এখন তারুণ্যের আদর্শ।

সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানে বেশ ক’জন শিক্ষার্থীর সঙ্গে আলাপকালে কথাগুলো বলছিলেন তারা।

কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হয় রাজধানীর নিউ গভর্নমেন্ট হাইস্কুলের একদল শিক্ষার্থীর সঙ্গে। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়েছিল এই শিক্ষার্থীরা। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে শহীদ মিনারে এসেছে।

এই শিক্ষার্থীদের একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রাপ্তি। কিশোরী এই শিক্ষার্থী বলে, ‘আজ আমাদের শোকের দিন। আব্বুর কাছে শুনেছি, যার জন্য এই দেশ স্বাধীন হয়েছিলো, তাকে এই দিনে সপরিবারে হত্যা করা হয়েছিলো।’

‘বই পড়ে জেনেছি, বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন যার ডাকে তখনকার সময় লাখ লাখ মানুষ রেসকোর্স উদ্যানে (সোহরাওয়ার্দী উদ্যান) জমা হয়েছিলেন। দাদু বলেন, এমন নেতা এ দেশের আর কখনও আসবে না।’

 

Tags: