muktijoddhar kantho logo l o a d i n g

করিমগঞ্জ

একাধিকবার চেষ্টা করেছি দেশে আসার : ড. এম ওসমান ফারুক

একাধিকবার চেষ্টা করেছি দেশে আসার : ড. এম ওসমান ফারুক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভাইস-চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক বলেন, আমার এলাকার বিরোধী দলের নেতাদের ষড়যন্ত্রের শিকার হয়ে আমাকে যুদ্ধাপরাধ মামলায় ফাঁসানো হয়েছিল। এমনকি একদিন রাতের ফ্লাইটে উঠেও বিমানের সিঁড়ি থেকে নামতে বাধ্য করা হয়। পরের দিন আমাকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে বাধ্য করা হয়। এই দীর্ঘ ৫ বছর ৭ মাস যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনে প্রতিনিয়তই আমার মনে পড়ত নিজের দেশের কথা। একাধিকবার চেষ্টা করেছি ফিরে আসার, দেশে ফেরার আকাঙ্ক্ষা আমার মন থেকে কখনোই মুছে যায়নি।'"

বুধবার, ৩০ অক্টোবর দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে একথা বলেন তিনি।

দেশবাসীর কাছে দোয়া আহ্বান করে ওসমান ফারুক বলেন, বেগম খালেদা জিয়া আমাদের সকল আন্দোলন ও সংগ্রামের অনুপ্রেরণা। তাঁর সুস্থতা ও মঙ্গল কামনা করি। এছাড়া তিনি তারেক রহমানের জন্যও দোয়া চেয়েছেন, যেন তিনি দ্রুত দেশে ফিরে আসতে পারেন। তাঁর মতে, "ভালো-মন্দ যাই হোক না কেন, কারো দেশে ফেরার অধিকার আটকানো উচিত নয় এবং কোনো সরকারেরই তা করার অধিকার নেই।"

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আমি যখন প্রবাসে ছিলাম, তখন উপলব্ধি করেছি কত কষ্টের মধ্যে কাটিয়েছি। আপনারা যদি মনে করেন যে তারেক রহমান সেখানে আনন্দে আছেন, তাহলে ভুল করবেন। তিনি সবসময় বিভিন্ন মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছেন এবং এখনও করছেন।

তিনি আরও বলেন, যারা রাজনীতি করেন, স্বচ্ছতার সাথে রাজনীতি করুন। তবেই দেশের মানুষ আপনাকে মনে রাখবে। আমি মন্ত্রী থাকাকালীন, আমার বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। দায়িত্বে থাকা সময়ে আপনারা আমাকে সহযোগিতা করেছেন, কেউ কোনো অন্যায় আবদার করেননি।

উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে করিমগঞ্জ উপজেলা বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু ও উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোশারফ হোসেন।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, এড. জালাল মোহাম্মদ গাউস ও ইসমাইল হোসেন মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসমাইল মিয়া, কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার, এবং জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সজল সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক কনক, সদস্য সচিব শিহাব উদ্দিন হানিফ, পৌর যুবদলের আহ্বায়ক রাশেদ আল রশিদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বিএনপির অসংখ্য নেতাকর্মীর উপর বিগত শেখ হাসিনা সরকারের প্রায় ১৭ বছরের নানা রকম জেল-জুলুম ও অত্যাচারের কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।

Tags: