বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা এবং তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
আহতরা হলেন- মুরাদ ইসলাম, হারুন মিয়া, বছির উদ্দিন, ওহিদুল ইসলাম অন্তর ও মো. শহীদুল্লাহ্।
শুক্রবার (১ নভেম্বর) রাজধানী ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন আহতদের বাসায় গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সহ-সভাপতি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন।
এ সময় জাতীয়তাবাদী কৃষক দলের স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. একরামুল হক একরাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিয়ান হোসেন নিনাদ, শেকৃবি ছাত্রদলের বর্তমান সভাপতি তাপস কবির, ছাত্রদল নেতা শাহিনুর ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, চব্বিশের গণ-অভ্যুত্থানে আহতদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অন্যদিকে, ছাত্র-জনতার আন্দোলনে উত্তরায় গুলিবিদ্ধ ৯ম শ্রেণির ছাত্র ওহিদুল ইসলাম অন্তর ও মো. শহীদুল্লাহকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম সদস্য মুস্তাকিম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।