muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

কেমিক্যাল সামগ্রীতে বিদেশি ব্রান্ডের লোগো ব্যবহার করায় জরিমানা

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট : কেমিক্যাল সামগ্রীতে বিদেশি লোগো ও ব্র্যান্ড লাগিয়ে ব্যবসার নামে প্রতারণা করায় ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর লালবাগের এশিয়ান হোয়াইট চক পাউডারসহ ছয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করে র‌্যাব। এ সময় সাতজনকে আটক করা হয়।

র‌্যাব জানায়, সকাল সাড়ে ১১টার দিকে লালবাগ থানার বালুঘাট এলাকার এশিয়ান হোয়াইট চক পাউডার, রুবেল স্টোর, জব্বার মুন্সী চক পাউডার, আজগর চক পাউডার ফ্যাক্টরি, এলজি প্লাস্টিক ও শিকদার এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় প্রতিষ্ঠানগুলোতে বিদেশি ব্র্যান্ড ও লোগো ব্যবহার করে অবৈধভাবে ভ্যাল্টোনাইট মাটি, অ্যালামাটিয়া, ব্লু-ফাইভ পাউডার দেখতে পাওয়া যায়। আর বাজারজাত করার জন্য এগুলোর প্যাকেট ও বস্তার গায়ে মেড ইন ইংল্যান্ড, ভিয়েতনাম, জর্ডানসহ বিভিন্ন দেশের নাম লেখা রয়েছে।

এ সময় সাতজনকে আটক করা হয়। পরে দোষ স্বীকার করলে সবাইকে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন।

 

Tags: