কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুন্দর আলী (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন। করিমগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
৫ নভেম্বর, মঙ্গলবার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ-চামড়া বন্দর মহাসড়কে বৌলাই নার্সারীর পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তি কিশোরগঞ্জ জেলার জাফরাবাদ ইউনিয়নের রাজকুন্তি গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের একরামপুর থেকে করিমগঞ্জগামী একটি ইজিবাইক বৌলাই নার্সারির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক ও মোটরসাইকেল দুটোই দুমড়ে-মুচড়ে যায়। এতে ইজিবাইকের চালকসহ চারজন এবং মোটরসাইকেলের তিনজন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুন্দর আলীকে মৃত ঘোষণা করেন এবং একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
করিমগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং সকল আলামত সংগ্রহ করে।