muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যেসব রেকর্ড গড়লেন ট্রাম্প

প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যেসব রেকর্ড গড়লেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার প্রেসিডেন্ট হয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন তিনি।

৪ বছর ধরে হোয়াইট হাউসের চাবি হাতছাড়া থাকার পর ট্রাম্প তা পুনরুদ্ধার করলেন। এমন রেকর্ড এর আগে করেছিলেন গ্রোভার ক্লিভল্যান্ড। যিনি মেয়াদ শেষে নির্বাচনে হেরে গিয়ে চার বছর পর ফের জয়ী হন। সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট ক্লিভল্যান্ড প্রথমবারের মতো এমন অনন্য সফলতা দেখিয়েছিলেন ১৮৯৩ সালের নির্বাচনে জয়লাভ করে। ১৩১ বছরের আগেকার সেই অনবদ্য রেকর্ড ভাঙার সুযোগ হাতিয়ে নিলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

শুধু তাই নয় এই নির্বাচনে জেতার মাধ্যমে তিনি গড়েছেন নতুন আরেক ইতিহাস। হোয়াইট হাউস জয়ী প্রথম ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত ট্রাম্প।

এ ছাড়াও বাইডেনের পর তিনিই সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন। ট্রাম্পের বয়স এখন ৭৮ বছর। এর আগে বাইডেন দায়িত্ব নিয়েছিলেন ৭৭ বছর বয়সে।

Tags: