কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কিশোরগঞ্জ জেলার সচেতন চিকিৎসক সমাজের আয়োজনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মো. আবুল কেনান। বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউ এর প্রক্টর ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. এরশাদ আহসান সোহেল।
এছাড়াও আলোচনা সভায় জেলার সাবেক ড্যাবের সভাপতি ডা. আজহারুল ইসলাম, সাবেক ড্যাবের নেতা ডা. আতিকুল সারোয়ার, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, চর্ম-যৌন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. একরাম আহসান জুয়েল, জহরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বাহার উদ্দিন ভুইয়া, ২৫০ শয্যা সদর হাসপাতালের সহকারী পরিচালক নুর মোহাম্মদ শামসুল হক, ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সাংগঠনিক সম্পাদক ডা. সাদ সৌকত, সহযোগী অধ্যাপক ডা. জহিরুল হক, ডা:.মারুফসহ সকল ডাক্তার, মেডিকেল কলেজের শিক্ষার্থী, নার্সিং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটিতে কিশোরগঞ্জ জেলা ড্যাবের আহ্বায়ক ডা. মজিবুর রহমান সভাপতিত্ব ও সদস্য সচিব ডা. নাজমুল হাসান সঞ্চালনা করেন।