muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

দুপচাঁচিয়ায় ডিপ ফ্রিজ থেকে বের হলো হাত-পা বাঁধা নিথর দেহ

দুপচাঁচিয়ায় ডিপ ফ্রিজ থেকে বের হলো হাত-পা বাঁধা নিথর দেহ

বগুড়ার দুপচাঁচিয়ায় উম্মে সালমা (৫০) নামে এক নারীকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রেখে গেছে দুর্বৃত্তরা।

রোববার (১০ নভেম্বর) দুপুর দেড়টায় উপজেলার সদরের বগুড়া-নওগাঁ সড়কের পাশে জয়পুরপাড়ার আজিজিয়া মঞ্জিল নামের বাড়িতে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত উম্মে সালমা দুপচাঁচিয়া ডিএস ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ আজিজার রহমানের স্ত্রী। নিহত ওই নারী বাড়িটির চার তলা ভবনের তৃতীয় তলায় বসবাস করতেন।

দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, দিনের বেলা ডাকাতি করতে এসে বাধা পেয়ে ডাকাতরা গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ ফ্রিজে রেখে যায়। ঘরের জিনিসপত্র অগোছালো ছিল ও স্টিলের আলমারিতে কুড়ালের কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রোববার সকালে মাওলানা আজিজার রহমান এবং তাদের ছেলে আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র সাদদিন আজিজার রহমানও মাদরাসায় যায়। জোহরের নামাজের পর সাদদিন বাড়িতে এলে দরজায় তালা দেখতে পায়। তালা খুলে বাড়িতে ঢুকে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। মাকে বাড়িতে না পেয়ে ফোন করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ সময় তিনি তার বাবাকে ফোন করে ডেকে নেয়। তারা বাড়ির ভেতরে ঢুকে ঘরের জিনিসপত্র এলোমেলো পায়। এছাড়া স্টিলের আলমারিতে কুড়ালের কয়েকটি আঘাতের চিহ্ন দেখেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ডিপ ফ্রিজের ভেতর উম্মে সালমা খাতুনের পেছনে হাত-পা বাঁধা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

দুপচাঁচিয়া ও আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ বলেন, ডিপ ফ্রিজের মধ্যে উম্মে সালমার লাশ হাত ও পা বাঁধা অবস্থায় ছিল। তবে গলায় কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে দুপুরে ঘটনাটি ঘটানো হয়েছে। তবে বাড়ি থেকে টাকা-পয়সা বা স্বর্ণালংকার ডাকাতি করতে পারেনি। ঘটনাস্থলে ক্রাইমসিনের সদস্যরা কাজ করছেন। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

Tags: