muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

আগামীকাল বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ

মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট : উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার।

বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কাল সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেবেন। এরপর দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সুবোধ চন্দ্র ঢালী জানান, শিক্ষা মন্ত্রণালয় ফলাফল ঘোষণার পর বেলা ২টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও ইন্টারনেটে (www.educationboardresults.gov.bd) ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে শিক্ষার্থীরা।

গত ৩ এপ্রিল শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে ৯১ হাজার ৫৯১ জন, কারিগরি বোর্ডের অধীনে এক লাখ দুই হাজার ১৩২ জন ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) চার হাজার ৭৯৬ জন শিক্ষার্থী অংশ নেয়।

 

Tags: