কিশোরগঞ্জে আল আমিন (১৪) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঁচধা এলাকার একটি ধানখেত থেকে সোমবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। এ সময় নিহত অটোরিকশা চালকের হাত-পা বাঁধা ছিল। সে তাড়াইল উপজেলার বেরামতলা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় আল আমিন। রাতে আর বাড়ি ফিরে আসেনি সে। পরদিন সকালে পাঁচধা এলাকার জনশূন্য রাস্তার পাশের একটি ধানখেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ওসি আবদুল্লাহ্ আল মামুন।
 
            
            
                 
        