কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকচুরী গ্রামের জয়কৃষ্ণ বর্মনের বাড়িতে হামলা ও লুটপাটের নেতৃত্বদানকারী সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে (৪০) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার র্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল, র্যাব-২ সিপিসি-৩ আগারগাঁও এর সহায়তায় রাজধানীর কাওরান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ইদ্রিস মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের ব্রাহ্মণ কচুরী গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
আজ সন্ধ্যায় র্যাব-১৪ সিপিসি-২ এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট সরকার পতনের পরপরই বিএনপি সমর্থিত স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস তার দলবল নিয়ে সদর উপজেলার ব্রাহ্মণকচুরী গ্রামের জয়কৃষ্ণ বর্মনের বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট করে সকল মালামালসহ ঘরের দরজা-জানালা খুলে নিয়ে যায়। এসময় ওই পরিবারের সদস্যদেরও এলাকা ছাড়া করে হামলাকারীরা।
পরে ২৩ সেপ্টেম্বর সদর মডেল থানায় জয়কৃষ্ণ বর্মনের স্ত্রী গীতা রানী বর্মন বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর থেকে মামলা তুলে নেওয়ার জন্য হামলাকারূরা হুমকি দিতে থাকে।
এ বিষয়ে গত বুধবার জয়কৃষ্ণ বর্মনের বাড়িতে হামলা ও লুটপাটের নেতৃত্বদানকারী সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়া ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে কিশোরগঞ্জ জেলা শহরের কালিবাড়ির সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করে হিন্দু সম্প্রদায়।
এরপর থেকে ইদ্রিস মিয়াসহ তার সহযোগীদের গ্রেপ্তারে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের পর আসামি ইদ্রিস মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।