muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

বামনায় ডাকাতের হাতে গৃহকর্ত্রী খুন

বামনায় ডাকাতের হাতে গৃহকর্ত্রী খুন

বরগুনার বামনা উপজেলায় ডাকাতি করার সময় মোসা. ফাতেমা (৬৮) নামে এক গৃহকর্ত্রীকে হত্যা করে রেখে গেছে ডাকাত দল। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকায়।

বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কাকচিড়া গ্রামের জমাদ্দার বাড়িতে খোরশেদ-ফাতেমা দম্পতির বসতঘরে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বামনা থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই জলিলুর রহমান।

জানা গেছে, বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামে বসবাস করতেন খোরশেদ জমাদ্দার ও তার স্ত্রী মোসা. ফাতেমা। প্রতিদিনের মতো গত রাতেও তারা বাসায় নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে একদল ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে লুট করে।

তবে ডাকাতরা চলে যাওয়ার সময় গৃহকর্ত্রীকে হত্যা করে রেখে যায়। এলাকাবাসীর ধরণা ডাকাতদের চিনে ফেলায় হয়ত খোরশেদ জমাদ্দারের স্ত্রী ফাতেমাকে হত্যা করেছে তারা।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফাতেমা নামে এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tags: