মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট :
২০০৭ সালে সংগঠিত একটি ডাকাতি মামলায় দুই ডাকাতের প্রত্যেককে ১২ বছর করে সশ্রম কারদন্ডাদেশ দিয়েছে পিরোজপুরের একটি আদালত। সাজাপ্রাপ্তরা হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গ্রামের কালাম ওরফে মালেক (৪০) এবং ঝালকাঠি জেলার রাজপুর গ্রামের কুটিপাড়া গ্রামের মিলন ওরফে মিল্লাত (৩০)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস.এম জিল্লুর রহমান এ আদেশ দেন। এ সময় আদালত সাজাপ্রাপ্তদের প্রত্যেককে আরও ২০ হাজার টাকা জরিমানা করেন। আনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। তবে এই মামলা থেকে আদালত মনির হোসেন ও জাকির হোসেন নামের দুই অভিযুক্তকে থেকে অব্যহতি দিয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালে পিরোজপুরের কাউখালী উপজেলার সুবিদপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের বাড়িতে একটি ডাকাতি সংগঠিত হয়। এই ঘটনায় তিনি একটি মামলা করার পর পুলিশ ৪ জনকে অভিযুক্ত করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে সাক্ষ্য প্রমান বিচার বিশ্লেষণ করে গতকাল আদালত এই রায় দেন।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৮–০৮–২০১৬ইং/নোমান