রাজধানীর আজিমপুরের একটি বাসায় দিনে-দুপুরে ডাকাতি করতে ঢুকে মালামালের সঙ্গে একটি শিশুকেও নিয়ে গেছে দুর্বৃত্তরা। ইতোমধ্যে ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীম উদ্দীন।
তিনি বলেন, ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা একটি শিশুকে নিয়ে গেছে। শিশুটির মা সরকারি চাকরি করেন। তারা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে।
ওই ঘটনার পর ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে।
শিশুটির মার এক সহকর্মী ওই পোস্টে লিখেছেন, আজ (শুক্রবার) আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র শিশুকেও নিয়ে গেছে।