muktijoddhar kantho logo l o a d i n g

রাজনীতি

কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে সরকার : তারেক রহমান

কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে সরকার : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে আমাদের সবার ব্যর্থতা। এই সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণের চাওয়া বুঝতে পারলে ষড়যন্ত্রকারীরা সফল হবে না। তবে এই সরকার কিছু কিছু বিষয় চাপিয়ে দিতে চাইছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের (জেটেব) সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, তিনমাস পরে অন্তর্বর্তী সরকারের সফলতার মূল্যায়ন অমূলক নয়। আবার সরকার পরিচালনায় অদক্ষতাও কাম্য নয়। আহতরা চিকিৎসার জন্য রাস্তায় নেমে এসেছে তা সবার জন্য লজ্জার। আহতদের চিকিৎসা কেন সরকারের অগ্রাধিকারে নেই- এমন প্রশ্নও রাখেন তিনি।

তিনি আরও বলেন, রাজনীতি ও অর্থনৈতিক ক্ষমতা মানুষের হাতে না থাকলে গণতন্ত্র টেকশই হবে না। ভোটাধিকারের নিশ্চয়তা পেলে এই সরকারের সাথে জনগণের সম্পর্ক জোড়ালো হবে। রাজনীতি রুগ্ন হলে দেশের অর্থনীতিও রুগ্ন হতে বাধ্য বলেও মন্তব্য করেন তিনি।

গার্মেন্টস সেক্টর প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমানের উদ্যোগেই গার্মেন্ট সেক্টরে আন্তর্জাতিকভাবে রফতানি শুরু হয়েছে। বিশ্ব বাজারে গার্মেন্ট ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা বেড়েই চলেছে। তবে ষড়যন্ত্র, টাকা পাচারসহ নানা অনিয়মের কারণে এই সেক্টরেও সমস্যা চলছে। এই খাতকে আরও লাভজনক করতে দলটির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলেও জানান তারেক রহমান।

Tags: