muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

নাটকীয় জয়ে বছর শেষ করল বাংলাদেশ

নাটকীয় জয়ে বছর শেষ করল বাংলাদেশ

ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ১-০ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ম্যাচে বিরতির কয়েক মিনিট আগে বাংলাদেশকে সমতায় ফিরিয়েছিলেন মজিবুর রহমান জনি। আর ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে বাংলাদেশের জয় নিশ্চিত করেন পাপন সিং। ম্যাচের অতিরিক্ত সময়ের নাটকীয়তায় মালদ্বীপকে ২-১ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার (১৬ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমেই এগিয়েছিল মালদ্বীপ। তবে প্রথমার্ধের শেষ সময়ে দুর্দান্ত শটে দলকে সমতায় ফেরান মজিবর রহমান জনি। আর ম্যাচের শেষ সময়ে গোল করে দলকে জয় এনে দেন পাপন সিং।

এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে মালদ্বীপের বক্সে হানা দেয় বাংলাদেশ। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন জনি। তবে তার দেওয়া পাস থেকে সুবিধা আদায় করে নিতে পারেনি স্বাগতিকরা। তবে তপু বর্মনের ভুল পাস থেকে ঠিকই ফায়দা তুলে নেয় মালদ্বীপ। ১৮তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে মালদ্বীপকে এগিয়ে দেন আলি ফাসির। ১-০ গোলে পিছিয়ে পড়ে স্বাগিতকরা। বক্সের বা প্রান্ত থেকে দেওয়া তপুর পাস বাংলাদেশের বক্সে পেয়ে যায় মালদ্বীপ। এরপর তপু আর সাদ উদ্দিনকে কাটিয়ে স্বাগতিক গোলরক্ষক মিতুলকে পরাস্ত করেন আলি ফাসির।

এর গোল শোধ করতে মরিয়া ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪০তম মিনিটে রাকিবের আড়াআড়ি ক্রস থেকে গোলমুখে শট নেন ফাহিম। মালদ্বীপের গোলরক্ষক হুসাইস শারিফ ফিস্ট করলে বক্সেই বল পান মোরসালিন, কিন্তু গোল করতে পারেননি তিনি। ৪৩তম মিনিটে মোরসালিনের সঙ্গে ফাহিমের দেওয়া নেওয়ার পর বল পেয়ে যান জনি। সামনে থাকা প্রতিপক্ষের চারজন ডিফেন্ডারকে বোকা বাকিয়ে জোরালো শট নেন তিনি। মালদ্বীপের গোলরক্ষক ডান দিকে ঝাপিয়ে আটকানোর চেষ্টা করলেও বলের নাগাল পাননি তিনি। এতে ১-১ গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একের পর এক আক্রমণ করতে থাকে বাংলাদেশ। কিন্তু ফিনিংসের অভাবে গোল করতে পারছিল না স্বাগতিকরা। ৮৭তম মিনিটে মাঝমাঠের পরে ফ্রি কিক পায় বাংলাদেশ। ফ্রি কিকের বলে মাথা ছোঁয়ান ডিফেন্ডার তপু। কিন্তু পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায় বল।

নির্ধারিত সময়ের পরে ৭ মিনিট অতিরিক্ত সময় পায় দুই। আর তাতে বাজিমাত করে বাংলাদেশ। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে দলকে জয়ে এনে দেন পাপন সিং। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশ সিনিয়র পুরুষ ফুটবল দল আটটি ম্যাচ খেলেছে। আট ম্যাচের মধ্যে হার ছয়টি ও দু’টি জয়। আট ম্যাচের মধ্যে চারটি বিশ্বকাপ বাছাইয়ের বাকি চারটি প্রীতি ম্যাচ। চার প্রীতি ম্যাচের মধ্যে মাত্র একটি জয় ভূটানের বিপক্ষে আর একটি জয় হোম ম্যাচে মালদ্বীপে।

আট ম্যাচে বাংলাদেশ মাত্র তিনটি গোল করেছে। দু’টি গোলই দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষ ভূটান ও মালদ্বীপ। সেপ্টেম্বরে মোরসালিনের গোলে বাংলাদেশ জিতেছে। আজ মজিবর রহমান জনির গোলে বাংলাদেশ সমতা এনেছে। পরবর্তীতে পাপন সিংয়ের গোলে জয় আসল।

Tags: