muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

পুলিশে বড় রদবদল

পুলিশে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) আইজিপি মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

এদিকে ঢাকা ও কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, রাজশাহীর পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে ঢাকার পুলিশ সুপার করা হয়েছে। অন্যদিকে গাজীপুর মহানগরীর উপপুলিশ কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে কুমিল্লার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে বিশেষ শাখা ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া) মো. মনিরুজ্জামানকে বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

Tags: