muktijoddhar kantho logo l o a d i n g

বাজিতপুর

বাজিতপুরে অস্ত্রসহ যুবদলের আহ্বায়ক আটক

বাজিতপুরে অস্ত্রসহ যুবদলের আহ্বায়ক আটক

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম আবু আবুল খায়েরকে অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার হিলচিয়া ইউনিয়নের খনারচর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে একনলা একটি বন্ধুকসহ তাকে আটক করা হয়।

পরে তাকে বাজিতপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে এম আবুল খায়েরকে একনলা বন্ধুকসহ আটক করে থানায় হস্তান্তর করেছে। অপরাধী কোন দলের সেটা আমাদের জানার দরকার নেই। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tags: