গুজব প্রতিরোধে সবার সহযোগিতা চেয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস উইং। রোববার (২৪ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
আওয়ামী লীগের অপপ্রচার প্রসঙ্গে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে (যদি) কোনো ধরনের গুজব ছড়ায়, তা প্রতিরোধে সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। প্রেস উইং থেকে আলাদা পেইজ খুলে মানুষকে সঠিক তথ্য দেয়ার চেষ্টা হচ্ছে।
তিনি বলেন, গুজব প্রতিরোধে সরকারের পাশাপাশি সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, নাগরিক সমাজের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যায়, তাহলে গুজব ছড়িয়ে বা অহেতুক আতঙ্ক ছড়িয়ে সমাজে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।