muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

আগামী ২৫ আগস্ট সাত নারীসহ ৭৫ ডিসি পদের তালিকা প্রকাশ

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ
প্রশাসনের ১৭ ও ১৮তম ব্যাচের ৭৫জন কর্মকর্তাকে ডিসি পদে নিয়োগের সাক্ষাৎকারের জন্য আগামী ২৫ আগস্ট ডাকা হয়েছে। এর মধ্যে সাতজন নারী রয়েছেন। জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়ন করার আগেই দ্বিতীয় বারের মতো ডিসি ফিটলিস্টের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ।
তালিকা প্রকাশের পর ডিসি পদে নিয়োগের জন্য যারা ফিটলিস্টে অন্তর্ভুক্ত হননি তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) সুবির কিশোর চৌধুরী বলেন, যে ৭৫ জনের তালিকা ওয়েবসাইটে দেয়া আছে তারাই পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ডিসি হিসেবে নিয়োগ পাবেন।
নতুন ডিসি হিসেবে নিয়োগের জন্য মনোনীতদের তালিকায় রয়েছেন- ১৭তম ব্যাচের কর্মকর্তা অর্থ বিভাগের উপসচিব বেগম বিলকিস জাহান রিমি, জনপ্রশাসন মন্ত্রণারয়ের উপসচিব কাজী আনোয়ার হোসেন,সমাজ কল্যাণ পরিষদের অতিরিক্ত পরিচালক মো. আব্দুর রউফ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন)ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি অন স্টাডিজের মো. মুনির হোসেইন খান, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব মো. মাছুমুর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক জাকারিয়া, বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. শওকত আলী, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মো. খাইরুল কবির, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাত হোসেন খান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ম্যানেজার মো. দাউদ মিয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তা জিয়া উদ্দিন আহমেদ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মো. মোকাম্মেল হক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মো. জাকির হোসেন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে সংযুক্ত মো. রুপম আনোয়ার, অর্থ বিভাগের উপসচিব মো. হাসানুল মতিন, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ মফিজুল রহমান, বিসিএস (প্রশাসন) একাডেমির উপপরিচালক আবু হেনা মোস্তফা জামান, পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের চিফ টেকনিক্যাল ম্যানেজার মো. রেজানুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি অন স্টাডির মোহাম্মদ মিজানুর রহমান, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, এবং ঢাকা উত্তর সিটি করপোশেনের আঞ্চলিক কর্মকর্তা গুল্লাল সিংহ।
১৮ তম ব্যাচের কর্মকর্তারা হলেন-তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব মো. মনিরুল ইসলাম, অর্থ বিভাগে সংযুক্ত উপসচিব মো. শাহ আলম, মাগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক খন্দকার আজিম আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. ওয়াহিদুল ইসলাম, পাপোর্ট টু কালিয়াকৈর হাই-টেক পার্ক প্রকল্পের উপ-পরিচালক মো. আজিজুল ইসলাম, লিয়েনে কর্মরত মো. মামুনুর রশীদ ভুইয়া, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর একান্ত সচিব ফাইয়াজ আহমেদ, ওয়েজন আনার্স ওয়েলফেয়ার ফান্ডের উপপরিচালক মো. শহিদুল ইসলাম, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হামিদুল হক, স্থানীয় সরকার বিভাগের মো. এরশাদুল হক, রেলপথ মন্ত্রণালয়ে সংযুক্ত মো. রফিকুল ইসলাম, রাষ্ট্রপতি কার্যালয়ে সংযুক্ত মো. রফিকুল আলম, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ কবির, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপপরিচালক মো. আবুল ইসলাম, রাজশাহী বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রর উপপরিচালক মো. জিয়াউল হক,
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেগম ফারাহ শাম্মী, হেকায়েপ প্রকল্পের প্রকিউরমেন্ট অফিসার মো. আব্দুর রাজ্জাক, মিলিটারি এস্টেট এডমিনিস্ট্রেটর ড.এ এন বজরুর রশীদ, মন্ত্রিপরিষদ বিভাগের আবু সালেহ মুহাম্মদ ফেরদৌস খান, অর্থ বিভাগের এস এম জাকারিয়া হক, যুবও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব গৌতম চন্দ্র পাল, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বেগম হুমায়রা বেগম, শিল্প মন্ত্রণালয়ের বেগম সুরাইয়া পারভীন শেলী, ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দি পুত্তরেস্টের উপপ্রকল্প পরিচালক মো. হাসান মারুফ, গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক মো. মোখলেছুর রহমান, লিয়েনে কর্মরত (বিদেশ) ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান, রাজশাহীর উপ-ভুমি সংস্কার কমিশনার এ কে এম বেঞ্জামিন রিয়াজি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মো. এমদাদুল হক চৌধুরী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক তন্ময় দাস, ওয়েজ আনার্স ওয়েলফেয়ার ফান্ডের পরিচালক বেগম নুরুন আকতার নিজ, মন্ত্রিপরিষদ বিভাগের বেগম ইয়াসমিন বেগম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আয়াতুল ইসলাম,
কক্সবাজার বিয়ামের পরিচালক কাজী মোহাম্মদ মোজাম্মেল হক, স্থানীয় সরকার বিভাগের মোহাম্মদ শফিউল আরিফ, ঠাকুরগাঁও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তা বিজয় কৃষ্ণ দেবনাথ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আব্দুল লতিফ মোল্লা, দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক মো. ইমতিয়াজ হোসেন, বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রের পরিচালক মো. আব্দুর রাজ্জাক সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মোহাম্মদ নাসির উদ্দিন, সাভার ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মো. সেলিম ফকির, সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক এ এন এম মইনুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মো. সাইদ কুতুব, বাংলাদেশ স্টেশনারি অফিসের উপপরিচালক মো. হামিদুল হক, লিয়েনে কর্মরত মোহাম্মদ ওয়ালিদ হোসেন, কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এইচ জহিরুল ইসমাম, চট্টগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের এস্টেট অফিসার মনিশ চাকমা, এবং চট্টগ্রাম মিলিটারি স্টেটের অফিসার বেগম ইশরাত জামান।

 

Tags: