muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

ফেসবুকের সেলিব্রেটি হানিফ সংকেত

 বিনোদন ডেস্ক : সামাজিক আন্দোলনেও হানিফ সংকেত এক অনন্য চরিত্র। সমাজের অবক্ষয় চিত্র তুলে ধরছেন নির্ভয়ে। ছুটে বেড়াচ্ছেন গ্রামগঞ্জে সমাজে নিষ্পেষিত বঞ্চিত মানুষের দ্বারে। গ্রামগঞ্জ থেকে তুলে নিয়ে আসছেন অসহায় সুপ্ত প্রতিভা। সেইজন্য শেকড় সন্ধানী ‘ইত্যাদি’র একটি প্রধান এবং গুরুত্বপূর্ণ পর্ব হলো প্রতিবেদন। সামাজিক দায়বদ্ধতা, মানবিক অঙ্গীকার ও মূল্যবোধের চেতনা থেকেই ‘ইত্যাদি’তে বিভিন্ন বিষয় ও আঙ্গিকে প্রতিবেদন প্রচার হয়ে আসছে নিয়মিত এবং সমাজে তার একটি ইতিবাচক প্রভাব পড়ছে।

‘ইত্যাদি’র প্রতিবেদন যেমন বহুমুখী তেমনি সমাজ সচেতনতায়ও থাকে বহুমাত্রিকতা। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে নিবেদিত প্রাণ মানুষের অনুসন্ধানে হানিফ সংকেত ছুটে বেড়ান সারাদেশে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে তুলে আনেন দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রচার বিমুখ অনেক সৎ সাহসী, জনকল্যাণকামী, নিভৃতচারী আলোকিত মানুষদের। যাদের অনেকেই পরবর্তীতে পেয়েছেন রাষ্ট্রীয় সম্মান। প্রতিবন্ধী মানুষদের কর্মমূখর জীবন যাতে কর্মবিমুখ মানুষকে অনুপ্রাণিত করে সেজন্যে প্রতিবন্ধীদের নিয়েও ‘ইত্যাদি’তে নিয়মিত প্রতিবেদন প্রচার করে আসছেন হানিফ সংকেত।

একজন হানিফ সংকেত। যিনি গেল ৩৭ বছর ধরে নিরলস প্রয়াস, সততা ও নিষ্ঠা দিয়ে মিডিয়ার জন্য কাজ করে যাচ্ছেন। একাধারে তিনি একজন পরিচালক, উপস্থাপক, নাট্যকার, নির্মাতা, লেখক, নির্দেশক। আপোষহীন, স্পষ্টবাদী ও সমাজ সচেতন মানুষ হিসাবে সবাই তাকে ভালোবাসেন। বাংলাদেশে টিভি ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণের আইকন তিনি। তেমনি উপস্থাপনায় পুরানো ধারা ভেঙ্গে আধুনিক উপস্থাপনার ক্ষেত্রে তিনি নতুন ধারার সৃষ্টি করেছেন। অনবদ্য প্রতিভা, কর্ম নৈপূণ্য ও সাহসিকতায় তিনি এখন নিজেই একটি প্রতিষ্ঠান। তাকে বলা হয় দেশীয় মিডিয়া ম্যাজেশিয়ান।

তার ‌‘ইত্যাদি’ জনপ্রিয়তার দিক থেকে টিভির সর্বকালের সকল রেকর্ড ভঙ্গ করে দীর্ঘ ২৮ বছর ধরে সমান জনপ্রিয়তা নিয়ে বিটিভিতে চলছে। ১৯৮৯ সালের মার্চ মাসে পাক্ষিক হিসাবে যাত্রা শুরু হয় দেশের সবচাইতে দীর্ঘমেয়াদী এই অনুষ্ঠানটির। ১৯৯৪ সালে ‘ইত্যাদি’র মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আরেকটি মাইলফলক। কারণ ১৯৯৪ সালের ২৫ নভেম্বর থেকে প্যাকেজ অনুষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে অনুষ্ঠানটি। এটাই ছিল বেসরকারীভাবে নির্মিত প্রথম কোনও প্যাকেজ অনুষ্ঠান। তখন একমাত্র বিটিভি ছাড়া কোনও টিভি চ্যানেল ছিল না। তাই বেসরকারীভাবে অনুষ্ঠান নির্মানের পথ প্রদর্শকও বলা যায় ‘ইত্যাদি’ তথা এর জনক হানিফ সংকেতকে।

Tags: