কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ফকিরবাড়ী রেলক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় জানার চেষ্টা করছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের দিকে ফকিরবাড়ী রেলক্রসিং মোড় এলাকায় ট্রেনে কাটা পড়া অবস্থায় ওই বৃদ্ধের মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি। এ বিষয়ে রেলওয়ে পুলিশ কাজ করছে। মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।