muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

কে জিতবে রিও অলিম্পিকে ?

ক্রীড়া ডেস্ক : ব্রাজিল না জার্মানি? কে জিতবে ?

জবাব মিলবে আজ রাতে। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল-জার্মানি ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত আড়াইটায়। সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-৪ চ্যানেল।

অলিম্পিক ফুটবলে সোনা ব্রাজিলের এক অন্তহীন আক্ষেপ! পাঁচবার বিশ্বকাপ, আটবার কোপা আমেরিকা, চারবার কনফেডারেশন কাপ ও পাঁচবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছে তারা। কিন্তু কখনোই অলিম্পিক ফুটবলে সোনা জেতা হয়নি।

১৯৮৪, ১৯৮৮ ও ২০১২ সালের অলিম্পিকে ব্রাজিল ফাইনাল খেললেও কাঙ্ক্ষিত সোনা ধরা দেয়নি। ২০১২ লন্ডন অলিম্পিকে ফেবারিট হয়েও ব্রাজিল হেরে গিয়েছিল মেক্সিকোর কাছে। সেই দলে থাকা নেইমার রয়েছেন এবারও।

এবার ঘরের মাঠ। প্রতিপক্ষটা আবার জার্মানি। ঘরের মাটিতে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে এই জার্মানির কাছেই নেইমারবিহীন ব্রাজিল ৭-১ গোলে হারের লজ্জায় ডুবেছিল, স্বপ্নভঙ্গ হয়েছিল বিশ্বকাপের। অলিম্পিকের ফাইনালে আজ ব্রাজিলিয়ানদের মনে তাই নিশ্চিতভাবেই জ্বলে উঠবে প্রতিশোধের আগুন।

ব্রাজিলের কোচ রোজেরিও মিকালে যদিও এটাকে প্রতিশোধের ম্যাচ হিসেবে মানতে নারাজ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মিকালে বলেন, ‘ওটা ছিল বিশ্বকাপ। এটা অলিম্পিক দল। নেইমার ওই ম্যাচে খেলেনি। কাজেই প্রতিশোধ মনে হওয়ার কোনো কারণ নেই। এটা ভিন্ন সময়, ভিন্ন বয়সের সব খেলোয়াড়।’

ফাইনাল মানেই বাড়তি চাপ। তারমধ্যে সেটা ঘরের মাঠে হলে তো কথাই নেই। তবে এই চাপকে অনুপ্রেরণায় রূপান্তর করে ব্রাজিল সোনা জিতবে বলে মনে করেন দলটির ১৯৯৪ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রাই, ‘চ্যাম্পিয়ন হওয়ার গোপন সুত্র হচ্ছে চাপকে অনুপ্রেরণায় রূপান্তর করা। সোনার পদকের এটাই সময়।’ সময়টা কাজে লাগাতে পারবেন নেইমাররা?

 

 

Tags: