রাজধানীর মগবাজার রেলক্রসিং এলাকায় কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। তবে বিপদ বুঝতে পেরে গাড়ির চালক নেমে যান। ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের দেয়া তথ্যমতে, সোয়া ৬টার দিকে সড়কে যানজট থাকায় প্রাইভেটকারটি ক্রসিংয়ে আটকা পড়েছিল। কমলাপুরগামী ট্রেনটি আসার সময় হলে লাইনম্যান ব্যারিয়ার ফেলে দেন। যানজট থাকায় প্রাইভেটকারটি সামনে বা পেছনে সরতে পারেনি। এ সময় ট্রেন দেখে গাড়ি থেকে নেমে নিরাপদ অবস্থানে সরে যান চালক। গাড়িতে আর কোনো যাত্রী ছিল না। পরে ট্রেন এসে গাড়িটিতে ধাক্কা দিলে সেই গাড়ির আশপাশে থাকা আরও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ জানায়, পুরো ঘটনায় কোনো হতাহত নেই। ঘটনার পর অন্য গাড়িগুলো চলে যেতে পারলেও প্রাইভেটকারটি বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় রেকারের মাধ্যমে গাড়িটি সরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।