muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

কিশোরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

কিশোরগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হলেন বড় ভাই। ঘাতকের নাম রুবেল। নিহতের নাম জুলহাস উদ্দিন জীবন (৫০)। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জুলহাস উদ্দিন জীবন পেশায় একজন জুয়েলারি ব্যবসায়ী ছিলেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকার বাসিন্দা।

তার মৃত্যুর ব্যাপারে বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘মঙ্গলবার দুপুরে ছোট ভাই রুবেল মিয়া (৩৫) জীবনের বুকের নিচে ছুরিকাঘাত করেন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

প্রতিবেশীরা জানান, ঘাতক রুবেল মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী। মাদকের মামলায় একাধিকবার কারাগারে গেছেন। সর্বশেষ সপ্তাহখানেক আগে কারাগার থেকে বেরিয়েছেন। এসব কারণে তার স্ত্রী কিছুদিন আগে বাবার বাড়ি চলে গেছেন। তাদের একটি ছেলে সন্তান আছে।

জানা যায়, বড় ভাই জীবনের কাছ থেকে রুবেল সবসময় টাকা নিতেন। মঙ্গলবার টাকা দাবি করে না পেয়ে জীবনকে শহরের বত্রিশ এলাকার বাসার সামনে ছুরিকাঘাত করেন রুবেল। মুমূর্ষু অবস্থায় জীবনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি মারা যান।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ মামলা করেননি। মামলা হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Tags: