সোহানুর রহমান সোহান , ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত হয়েছে ।। হামলায় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করা হয়েছে । খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন রয়েছে ।
স্থানীয়রা জানান,গত কয়েক দিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে পঞ্চবটি ও জগন্নাথ পুর দক্ষিণ পাড়া এলাকার কিশোরদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল ভৈরব বাজারে উভয় পক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়। বিষয়টি নিয়ে আজ সকালে সালিসি বৈঠকের কথা ছিলো । কিন্তু সালিসি বৈঠকের আগে সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে । আহতদের কে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে এরমধ্যে গুরুতর আহত বেশ কয়েকজন কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
এ বিষয়ে পঞ্চবটি গ্রামের ফারুক মিয়া জানান,গত কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে তার নাতি কে মারধোর করে জগন্নাথ পুরের কিশোররা। পরে এ ঘটনায় সে বিচারপ্রার্থী হলে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার আশ্বাস দেয় প্রতিপক্ষরা। কিন্তু সালিসি বৈঠকের আগেই গতকাল তার নাতিকে আবারো মারধোর করে । এ ঘটনায় আজ সকালে উভয় পক্ষের মধ্যে সালিশি বৈঠক হওয়ার আগেই সকালে জগন্নাথপুর গ্রামের লোকজন পঞ্চবটি এলকায় এসে হামলা চালিয়ে মারধোর করে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট করে তার ১৫/২০ জন লোক কে মারধোর করে আহত করে।
এ বিষয়ে জগন্নাথ পুর গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনার মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন গতকাল ভৈরব বাজারে তার গ্রামের কাউছার মিয়াকে ফারুক মিয়ার লোকজন মারধোর করে এবং আজ সকালে ও পঞ্চবটি গেলে ফের কাউছার কে মারধোর করে আহত করে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে তার পক্ষের অন্তত ২০/২৫ জন আহত হয়েছে । এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিয়া জানান, কি নিয়ে সংঘর্ষ হয়েছে কিছুই জানেননি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।