muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. হেলাল ও ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা-কচুয়া সড়কের উপজেলার শায়েস্তানগরের কাছে বাসচাপায় ট্রাক্টরে থাকা দুই শ্রমিক এবং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে উপজেলার শায়েস্তানগরের কাছে একটি ইট বোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল-আরাফা পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটা শ্রমিক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান (২৮) ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২) নিহত হন।

অপরদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর বাস স্ট্যান্ডের কাছে ঢাকাগামী অর্ণিবান পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ডলি আক্তার (৩০) ঘটনাস্থালেই মারা যান। এসময় আহত দুই যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের পর জিয়ানা আক্তার (১১) ও জাহানারা বেগম (৬০) মারা যান।

Tags: