muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বিমানবন্দর রেলওয়ে স্টেশন আকস্মিক পরিদর্শনে রেল সচিব, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা

বিমানবন্দর রেলওয়ে স্টেশন আকস্মিক পরিদর্শনে রেল সচিব, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা

বিনা টিকিটের ছয়জন যাত্রীকে টাকার বিনিময়ে ট্রেনের এসি কোচে জায়গা করে দেওয়ার অপরাধে একজন কনস্টেবলকে শনাক্ত করে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছে রেলপথ মন্ত্রণালয়। একইসঙ্গে ট্রেনের খাবার গাড়িতে বিনা টিকিটে যাত্রীদের যাওয়ার সুযোগ করে দেওয়ার অপরাধে অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্টুয়ার্ড ও ক্যাটারিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের ম্যানেজারকে তাৎক্ষণিক চাকরিচ্যুত করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় অনিয়মের সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়।

জানা গেছে, পরিদর্শনের সময় রেল সচিব স্টেশনের সার্বিক বিষয়াদি পরীক্ষা করেন। এসময় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩) ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কোচে (গ) ছয়জন বিনা টিকিটের যাত্রী শনাক্ত করেন। তখন যাত্রীরা জানান, ট্রেনে কর্তব্যরত একজন কনস্টেবল টাকা নিয়ে বিনা টিকিটে ভ্রমণের সুযোগ করে দিয়েছেন। পরে কর্তব্যরত কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়। অভিযুক্ত ওই জিআরপি কনস্টেবলকে ট্রেনটির যাত্রাকালেই ময়মনসিংহ রেলস্টেশনে জিআরপি থানায় নামিয়ে দেওয়া হয় এবং তাকে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একইসঙ্গে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে ট্রেনের খাবার গাড়িতে কিছু বিনা টিকিটের যাত্রী শনাক্ত করা হয়। বিনা টিকিটের শনাক্ত হওয়া যাত্রীদের জরিমানাসহ টিকিট (ইএফটি) প্রদান করা হয়। এ ছাড়া খাবার গাড়িতে দায়িত্বরত অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্টুয়ার্ড ইমরান সেন্টু ও ক্যাটারিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের ম্যানেজার রাজ্জাককে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়। একইসঙ্গে অনবোর্ড সেবাপ্রদানকারী ও ক্যাটারিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান দুটিকে পরবর্তী কার্যদিবসে কারণ দর্শানোর জন্য বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

Tags: