muktijoddhar kantho logo l o a d i n g

পাকুন্দিয়া

পাকুন্দিয়ায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাকুন্দিয়ায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুর থেকে জয়নাল (২৮) নামে এক ‍যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে এগারসিন্দুর এলাকার তাজুল ইসলামের একটি মজা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জয়নাল গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বীর উজলি গ্রামের ইমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এগারসিন্দুর এলাকার তাজুল ইসলামের একটি মজা পুকুরে স্থানীয় একজন লোক হেটে যাচ্ছিল। এ সময় তিনি মরদেহটি ভাসতে দেখে স্থানীয়দের জানালে তারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন জানান, খবর পেয়ে শনিবার দুপুর ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, জয়নাল মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

Tags: