muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বদলি করা হচ্ছে আরও ২০ দেশের রাষ্ট্রদূত

বদলি করা হচ্ছে আরও ২০ দেশের রাষ্ট্রদূত

বাংলাদেশের বিভিন্ন মিশনে রদবদলের অংশ হিসেবে আরও ২০ দেশে রাষ্ট্রদূত পরিবর্তনের পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান।

তিনি বলেন, রাষ্ট্রদূত সরিয়ে আনার বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা করা হয়েছে। ডিসেম্বর মাসে বেশ কয়েকজন রাষ্ট্রদূত পিএলআরে যাচ্ছেন। তাদের দেশে ফেরত আনার সিদ্ধান্ত হয়েছে এবং ২০টি দেশের জন্য নতুন রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের ধারাবাহিকতায় বেশ কিছু দেশের রাষ্ট্রদূতদের সরিয়ে আনা হয়েছে। চুক্তি বা প্রেষণে নিযুক্ত অনেক কর্মকর্তার চুক্তি বাতিল করা হয়েছে, যা এখনও চলমান।

এ বিষয়ে উপ-প্রেস সচিব আরও জানান, প্রশাসনিক প্রক্রিয়ার কারণে এসব বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হচ্ছে না, তবে পরিবর্তনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন।

Tags: