সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভারতের আগরতলা অভিমুখী লং মার্চের যাত্রা কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন পথ সভার করেছে। আজ বুধবার ভৈরব বাসস্ট্যান্ডে নিউ টাউন মোড়ে যুব দলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে এ পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম.জিলানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফূ্ল আলম সিআইপি।
এসময় সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান , কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজিব আহসান এছাড়াও কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি, খসরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাহার মিয়া এবং সাধারণ সম্পাদক আবু নাসের সুমন,কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের মো. মারুফ মিয়া সভাপতি ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভীনসহ স্থানীয় পর্যায়ের নেতারা।
বক্তব্যে নেতারা বলেন, দেশের স্বাধীনতা স্বাবভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবে না বিএনপি। সব চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার হুশিয়ারী দিয়েছেন দলটির নেতারা। এ সময় ‘দিল্লি না ঢাকা/ঢাকা ঢাকা’, ‘ভারতের দালালেরা/হুঁশিয়ার সাবধান’সহ নানান স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা দেখা যায়।