muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

বাজিতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শিবলী গ্রেপ্তার

বাজিতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শিবলী গ্রেপ্তার

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রকিবুল হাসান এবং হোসেনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রহমান মোবারিজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকা থেকে রকিবুল হাসান ও মঙ্গলবার রাতে মোবারিজকে ঢেকিয়া এলাকার নিজ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন ও হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বাজিতপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় অনেকে আহত হন। পরে এ ঘটনায় আহত ছাত্রনেতা তানজিম হাসান ও বলিয়ার্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম বাদী হয়ে পৃথক মামলা করেন। এসব মামলায় রকিবুল হাসানকে আসামি করা হয়। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোর ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে কিশোরগঞ্জের হোসেনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিজকে কিশোরগঞ্জ শহরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় সদর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ হোসেন বলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রকিবুল হাসানের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। সবকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, হোসেনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিজকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

Tags: