টাইম ম্যাগাজিন ২০২৪ সালের ‘পারসন অফ দ্য ইয়ার’ হিসেবে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে ম্যাগাজিনটি এই ঘোষণা দেয়। এটি দ্বিতীয়বারের মতো ট্রাম্পকে ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হিসেবে মনোনীত করল।
টাইম ম্যাগাজিন জানিয়েছে, ২০২৪ সালে ট্রাম্পকে এই সম্মাননা দেয়ার কারণ হিসেবে তার ঐতিহাসিক প্রত্যাবর্তন, প্রজন্মের রাজনৈতিক পুনর্গঠনে নেতৃত্ব দেয়া এবং আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল হওয়াকে উল্লেখ করা হয়েছে।
টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস বলেন, ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি ‘ভালো বা খারাপ’ যাই হোক না কেন, ২০২৪ সালে গণমাধ্যমের খবরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন।
৭৮ বছর বয়সি ট্রাম্পকে এবার দ্বিতীয়বারের মতো ‘পারসন অব দ্য ইয়ার’ করা হল। এর আগে ২০১৬ সালে প্রথমবারের মতো তাকে এই খেতাব দেয়া হয়।
ডেইলি মেইল জানিয়েছে, ওয়াল স্ট্রিটে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের উদ্বোধনী ঘণ্টা বাজানোর মাধ্যমে এই উপলক্ষ উদযাপন করবেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সুবাদে ২০২৪ সালে বছরজুড়েই আলোচনায় ছিলেন ব্যবসায়ী থেকে রাজনীতিক ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণাকালে দুই দুইবার হত্যাচেষ্টার শিকার হন তিনি।
বছরের শেষ দিকে অর্থাৎ গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলীয় প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প।