muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মেসি-রদ্রিদের হারিয়ে ‘ফিফা দ্য বেস্ট’ জিতলেন ভিনিসিয়ুস

মেসি-রদ্রিদের হারিয়ে ‘ফিফা দ্য বেস্ট’ জিতলেন ভিনিসিয়ুস

এই তো মাস দেড়েক আগের কথা, কি তুলকালামই না ঘটেছিল ব্যালন ডি’অর ২০২৪ পুরস্কার নিয়ে। যেখানে ভিনিসিয়ুস জুনিয়রকে হারিয়ে ফ্রান্স সাময়িকীর এই মর্যাদাপূর্ণ পুরস্কার জেতেন স্পেনের রদ্রিগো হার্নান্দেজ। এবার ‘ফিফা দ্য বেস্ট’ জেতার লড়াইয়েও ছিলেন এই দুই তারকা। তবে এবার আর কোনো হতাশার গল্প নয়, রদ্রি ও লিওনেল মেসিদের হারিয়ে ‘ফিফা দ্য বেস্ট’ উঠল ভিনির হাতে।

কাতারের দোহায় আয়োজিত অনুষ্ঠানে আজ মঙ্গলবার দিবাগত রাতে এই পুরস্কার তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যেখানে প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ফিফা বর্ষসেরা খেলোয়াড়দের এই পুরস্কার দেওয়ার রীতি চালু করে ১৯৯১ সালে। এরপর থেকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পাঁচজন তারকা এই পুরস্কার জেতেন। ভিনিসিয়ুস সেই তালিকায় ষষ্ঠ নাম। তবে ব্রাজিলের আরেকজন ফিফা দ্য বেস্ট পুরস্কারটি জিততে অপেক্ষা করতে হয়েছে ১৭ বছর। সর্বশেষ ২০০৭ সালে রিকার্ডো কাকার হাতে উঠেছিল প্রেস্টিজিয়াস এই পুরস্কার।

ফিফার এই বর্ষসেরা পুরস্কার দেওয়ার রীতি চালু হওয়ার পর নানা ফরম্যাটে ব্রাজিল থেকে জিতেছেন রোমারিও, রোনালদো নাজারিও (তিনবার), রিভালদো, রোনালদিনিয়ো (দুবার), কাকা ও সর্বশেষ ভিনিসিয়ুস।

ভিনিসিয়ুস গত মৌসুমে রিয়ালের হয়ে ৩৯ ম্যাচ খেলে ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল। রিয়ালের হয়ে জিতেছেন লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

ফিফা দ্য বেস্ট পুরস্কার জয়ের পথে ভিনি হারিয়েছেন রিয়াল সতীর্থ জুড বেলিংহ্যামকেও। তবে এখানেও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ম্যানসিটির এই তারকা ফিফা দ্য বেস্ট পুরস্কারের ভোটে ৪৩ পয়েন্ট এবং রিয়ালের ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম ৩৭ পয়েন্ট পেয়েছেন। অন্যদিকে, সর্বোচ্চ ৪৮ পয়েন্ট নিয়ে তাদের হারিয়েছেন ভিনিসিয়ুস।

Tags: