muktijoddhar kantho logo l o a d i n g

ইসলামের কথা

সিঙ্গাপুরের মুসলমানদের জন্য ২০ মিলিয়ন ডলার খরচ করে নির্মিত মসজিদ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুরের মুসলমানদের জন্য ২০ মিলিয়ন সিঙ্গাপুর ডলার খরচ করে নির্মিত হয়েছে একটি মসজিদ। বাংলাদেশি মুদ্রায় যা ১২০ কোটি টাকা। নবনির্মিত ওই মসজিদের নাম ‘মসজিদ মারুফ’।

শুক্রবার (১৯ আগস্ট) নবনির্মিত মসজিদটির উদ্বোধন করেন সিঙ্গাপুরের তথ্য ও যোগাযোগ মন্ত্রী এবং মুসলিম ধর্মবিষয়ক মন্ত্রী ডক্টর ইয়াকুব ইবরাহিম।

চারতলা এই মসজিদে রয়েছে সকল আধুনিক সুযোগ সুবিধা, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, বৃহৎ লিফট ও নিরাপত্তার জন্য রয়েছে সার্বক্ষণিক ক্লোজ সার্কিট ক্যামেরা।

মসজিদটিতে একসঙ্গে সাড়ে চার হাজার মুসল্লি নামাজ আদায় পারবেন। মসজিদটি ২০ জুড়ং ওয়েস্টের, ২৬ নম্বর স্ট্রিট, পোস্টাল কোড সিঙ্গাপুর- ৬৪৮১২৫ এ নির্মাণ করা হয়েছে। জুড়ং ওয়েস্ট, বুনলে, লেক সাইট, ও নানিয়াং ইউনিভার্সিটির কাছাকাছি হওয়া এই এলাকার মানুষদের নামাজ পড়তে এখন অনেক সুবিধা হবে।

উল্লেখ্য, জুড়ং ওয়েস্ট এলাকার বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে ২০১০ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন বতর্মান তথ্য ও যোগাযোগ মন্ত্রী এবং মুসলিম ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব ডক্টর ইয়াকুব ইবরাহিম।

উল্লেখ্য, সিঙ্গাপুরে মোট জনসংখ্যার ১৭ শতাংশ মুসলমান। আর পুরো সিঙ্গাপুরে ৭০টির মতো মসজিদ রয়েছে।

Tags: