অনেক নাটকীয়তার পর অবশেষে ঘোষণা করা হলো চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি। দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২০ ফেব্রুয়ারির সেই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত।
মঙ্গলবার আইসিসি প্রকাশিত সূচি অনুযায়ী, ‘এ’ গ্রুপে বাংলাদেশের পরের দুই ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। ২৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিন দিন পর স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবেন শান্ত-মিরাজরা।
৮ দলের এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপের চার দল-অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি।
আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইসিসির এই টুর্নামেন্টের। ফাইনাল ৯ মার্চ, লাহোরে। তবে ভারত ফাইনালে উঠলে লাহোরের পরিবর্তে খেলা হবে দুবাইয়ে। দুবাইয়েই হবে ভারতের সব ম্যাচ।
পাকিস্তানে ম্যাচ হবে তিনটি ভেন্যুতে- রাওয়ালপিন্ডি, লাহোর ও করাচি।
প্রথম সেমিফাইনালে ভারত যদি উঠতে পারে তবে ম্যাচটি হবে দুবাইয়ে। দ্বিতীয় সেমিফাইনাল লাহোরে। যেহেতু ভারত–পাকিস্তান গ্রুপ পর্বেই একবার মুখোমুখি হবে, তাই ফাইনালের আগে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই। দুটি সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
৫০ ওভারের ক্রিকেটের এই পুরো টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু দেশটির সঙ্গে বৈরি সম্পর্কের কারণে সেখানে যেতে অস্বীকৃতি জানায় ভারত। অনেক টানাপোড়েনের পর ভারতের ম্যাচগুলো নিরপক্ষে ভেন্যুতে আয়োজন করতে রাজি হয় পাকিস্তান।
‘বি’ গ্রুপের খেলা শুরু ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচ দিয়ে। পরদিন হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার খেলা ২৫ ফেব্রুয়ারি।
প্রথম সেমি-ফাইনাল হবে আগামী ৪ মার্চ। পরদিন মাঠে গড়াবে দ্বিতীয়টি। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই দিবারাত্রির।
এক নজরে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি:
তারিখ মুখোমুখি ভেন্যু ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান–নিউজিল্যান্ড করাচি ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ–ভারত দুবাই ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা–আফগানিস্তান করাচি ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া–ইংল্যান্ড লাহোর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান–ভারত দুবাই ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ–নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি ২৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড–আফগানিস্তান লাহোর ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ–পাকিস্তান রাওয়ালপিন্ডি ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া–আফগানিস্তান লাহোর ১ মার্চ ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা করাচি ২ মার্চ ভারত–নিউজিল্যান্ড দুবাই ৪ মার্চ ১ম সেমিফাইনাল দুবাই ৫ মার্চ ২য় সেমিফাইনাল লাহোর ৯ মার্চ ফাইনাল লাহোর