কিশোরগঞ্জের কটিয়াদীতে অপহরণের ৫ দিন পর মো. আব্দুল্লাহ (৩) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের কাঠুরদিয়া গ্রামের একটি খাল থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ করগাঁও ইউনিয়নের কাঠুরদিয়া গ্রামের মো: এনার মিয়ার এক মাত্র ছেলে।
অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নাম্বার দিয়ে ছেলের চাচা ও চাচীর কাছে মুক্তিপণের টাকা দাবীকরেন। এ বিষয়ে কটিয়াদী মডেল থানা ও কিশোরগঞ্জ কোম্পানী কমান্ডার র্যাব-১৪, সিপিসি-২ তে লিখিত অভিযোগ করা হয়েছে।
নিহতের মামা মো: শফিক ভূঁইয়া জানান, আমার ভাগিনা মো. আব্দুল্লাহ সোমবার বাড়ির সামনে বল খেলার সময় হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘক্ষণ খুঁজা খুঁজি করে না পেয়ে বিষয়টি থানায় অবহিত করা হয়েছে। অপহরণকারী একজন ছেলের চাচা ও চাচীকে ফোন করে মুক্তিপণ হিসাবে টাকা দাবি করেন। ছেলেকে ফিরে পেতে আমরা বিকাশে ৩২ হাজার টাকা দিয়েছি। এমতাবস্থায় দীর্ঘ ৫ দিন অতিবাহিত হওয়ার পর শুক্রবার সকালে বাড়ির সামনে খালে অর্ধগলিত অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে আমারা অর্ধগলিত অবস্থায় বাচ্চার মরদেহটি উদ্ধার করি। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে।