muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে প্যারোলে মুক্তি মেলেনি ছেলের, জেলগেটে বাবার মৃতদেহ

কিশোরগঞ্জে প্যারোলে মুক্তি মেলেনি ছেলের, জেলগেটে বাবার মৃতদেহ

প্যারোলে মুক্তি না মেলায় প্রিয় জন্মদাতাকে এক নজর দেখতে বাবার মৃতদেহ নেওয়া হলো জেলগেটে। সোমবার দুপুরে কিশোরগঞ্জের জেলা কারাগারের সামনে কড়া পুলিশ প্রহরায় বিস্ফোরক আইনের মামলায় কারাগারে থাকা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল শেষবারের মতো দেখলেন পিতা জিয়া উদ্দিন কেনু মিয়াকে।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৫নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল। আর তাই প্যারোলে মুক্তি না পাওয়ায় মৃত বাবাকে শেষবারের মতো দেখতে লাশ আনা হয় জেল গেটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রুবেলের পিতা হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে ২৯ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাই সোমবার বাদ আছর নিজ এলাকায় বাবার নামাজে জানাজায় অংশগ্রহণে সাময়িক সময়ের জন্য চেয়ারম্যান রুবেলের প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন তার আইনজীবী সুজিত কুমার দে।

কিন্তু জেলা প্রশাসক আবেদনটি আমলে নিয়ে জেল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে অবগত করলে জেলা গোয়েন্দা সংস্থার রিপোর্টে আইনশৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনার উল্লেখ করা হয়। তাই তাকে জেল গেটে শেষবারের মতো দেখার অনুমতি দেওয়া হয়।

Tags: