muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

পিএসএলের ড্রাফটে ৩০ বাংলাদেশি!

পিএসএলের ড্রাফটে ৩০ বাংলাদেশি!

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম জমা দিয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। লিগ কতৃপক্ষ আগেই জানিয়েছিল, এই তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এবার ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, সবমিলিয়ে ৩০ বাংলাদেশি ক্রিকেটার থাকতে পারেন পিএসএলের ড্রাফটে।

আগামী ৮ এপ্রিল পাকিস্তানে শুরু হবে পিএসএল। তার আগে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। সেখানেই নাম দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এক ঝাঁক ক্রিকেটার। সাকিব-মুস্তাফিজদের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও হাসান মাহমুদ।

এরই মধ্যে গতির ঝড় তুলে আলোড়ন তুলেছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। তিনিও নাম দিয়েছেন পিএসএলের ড্রাফটে। সেই সঙ্গে বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও থাকছেন পিএসএলের ড্রাফটে।

এছাড়া শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ ও নাসুম আহমেদ থাকছেন পিএসএলের ড্রাফটে।

পিএসলের ড্রাফটে নাম দেয়া বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা-

সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।

Tags: