muktijoddhar kantho logo l o a d i n g

করিমগঞ্জ

করিমগঞ্জে যানজট নিরসনে গণবিজ্ঞপ্তি জারি

করিমগঞ্জে যানজট নিরসনে গণবিজ্ঞপ্তি জারি

কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভা এলাকায় যানজটে অতিষ্ঠ নাগরিকদের দুর্ভোগ কমাতে গণবিজ্ঞপ্তি জারি করেছে পৌর প্রশাসক (উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাহমিনা আক্তার।

২ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১১ টায় পৌর প্রশাসনের উদ্যোগে করিমগঞ্জ বাজার এলাকায় লিফলেট বিতরণ ও মাইকিং করে গণবিজ্ঞপ্তির প্রচারণা কাজ শুরু হয়। উল্ল্যেখ্য, গত ৩১ ডিসেম্বর এ গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

এ সময় করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল শিকদার, সাবেক সভাপতি রফিকুর রহমান, বাজার বণিক সমিতির সভাপতি মো. খোকন, সাবেক যুবদল নেতা জুয়েল শিকদার, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মো. মাহবুব, পৌরসভার উদ্যোক্তা দ্বীন মোহাম্মদসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গণবিজ্ঞপ্তিতে বাজারের যত্রতত্র অটোরিকশায় যাত্রী উঠানামা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এতে, ভারী যানবাহন চলাচলের জন্য সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত সময় নির্ধারন করে দেওয়া হয়। তাছাড়া, দোকানের বাইরের রাস্তায় কোন রকম মালামাল না রাখার জন্যও নির্দেশনা দেয়া হয়। একই সাথে খালি অটোরিকশা নিয়ে বাজারে প্রবেশ করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

পৌর প্রশাসক তাহমিনা আক্তার জনস্বার্থে বাজারের ব্যবসায়ী, পথচারী, যাত্রী ও পরিবহন চালকদের নির্দেশনাটি যথাযথ মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

Tags: