muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

‘জাতীয় দলে আর খেলছি না’, আফ্রিদিকে বললেন তামিম

‘জাতীয় দলে আর খেলছি না’, আফ্রিদিকে বললেন তামিম

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলে নেই বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ভারতের মাটিতে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল গত বছরের অক্টোবর-নভেম্বরে। তার আগেই তিনি জাতীয় দলের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর থেকে তামিম কবে নাগাদ জাতীয় দলে ফিরবেন, সেই আলোচনা চলছে।

তবে গুঞ্জন শোনা যাচ্ছে- ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও লাল-সবুজের জার্সি গায়ে তুলতে পারেন সাবেক এই এই টাইগার অধিনায়ক। কিন্তু তিনি নিজে এ নিয়ে কোনো মন্তব্য করেননি, একইসঙ্গে বিসিবিও তামিমের ফেরা নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি। তবে এরই মাঝে চাঞ্চল্যকর একটি মন্তব্য শোনা গেল দেশসেরা এই ওপেনারের কণ্ঠে।

পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি অবসর প্রসঙ্গে জিজ্ঞেস করলে তামিম বলেন, ‘জাতীয় দলে আর খেলছি না।’

পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার নিজের ইউটিউবে ভ্লগ প্রকাশ করে আসছেন আগে থেকেই। তেমনই একটি ভিডিও দিয়েছেন গতকাল (শুক্রবার) রাতে। যেখানে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবির সঙ্গে আফ্রিদিকে নৈশভোজ করতে দেখা যায়। পাশে বসে ছিলেন তামিম এবং শাহিন আফ্রিদিও।

রাতের খাবার গ্রহণের ফাঁকে ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তামিম-আফ্রিদি ও নবিরা। তারই মাঝে আফ্রিদি তামিমের কাছে জানতে চান, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? (আন্তর্জাতিক ক্যারিয়ার) শেষ?’

পাশে চেয়ারে বসেই ব্যাট নাড়ানাড়া করছিলেন তামিম। তিনি সাবেক পাক ক্রিকেটারের প্রশ্নের জবাবে বলেন,‘জাতীয় দল থেকে… জাতীয় দলে আর খেলছি না।’

একপর্যায়ে তামিমও আফ্রিদিকে জিজ্ঞেস করেন- তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কি না! জবাবে পাক কিংবদন্তি মজা ও খোঁচা দিয়ে বলেন, ‘আরে তোমাদের অবস্থা তো দেখতেছি, আমি (রাজনীতিতে) আসতেছি না।’ তখন সবাই সমস্বরে হেসে ওঠেন।

এদিকে চলমান বিপিএলে তামিমের নেতৃত্বে ফরচুন বরিশালে খেলছেন নবি ও শাহিন আফ্রিদিরা। অন্যদিকে, শহীদ আফ্রিদি আছেন চিটাগাং কিংসের ব্র‌্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে।

মোহাম্মদ নবির আমন্ত্রণেই তিনি হাজির হন কালকের নৈশভোজে, পরে সেখানে যোগ দেন তামিম-শাহিনরা। ভিডিওতে আফ্রিদিকে নবির অবসর প্রসঙ্গেও জানতে চাওয়া হয়। প্রথমে ইতস্তত করলেও পরে আফগান তারকা বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে থেকে অবসর নেব, এরপর টি-টোয়েন্টিই খেলব শুধু।’

তবে এ নিয়ে আপত্তি জানান আফ্রিদি। চিটাগাং কিংসের এই মেন্টর বলেন, ‘তুমি এখনও তরুণ, খেলতে থাকো, অবসর নেওয়ার কী প্রয়োজন। এখনও ভালো খেলছ, অনুশীলনে সময় দিচ্ছ অনেক।’

পরবর্তীতে আফ্রিদি তার বাসায় তামিমসহ অন্যদের খাবারের আমন্ত্রণ জানান। তামিমও করাচির বিরিয়ানির প্রশংসা করেন। এর আগে কিছুদিন আগে বাংলাদেশি এই তারকা কেবলই বিপিএলে মনোযোগ রাখছেন বলে জানান।

এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পরিকল্পনা কিংবা বিসিবির সঙ্গেও আলোচনা হয়নি বলে নিশ্চিত করেন তামিম।

Tags: