muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

একমাত্র বই পড়ার মাধ্যমেই মূল্যবোধ জাগ্রত হয় : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

একমাত্র বই পড়ার মাধ্যমেই মূল্যবোধ জাগ্রত হয় : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

পবা উপজেলা প্রশাসনের আয়োজনে বই পড়া কর্মসূচির আওতায় চরাঞ্চলের শিক্ষার্থীরা পুরস্কার পেয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি আরও অনেক বই পড়তে হবে। শিক্ষার্থীদের নিজেদের পেশাগত উন্নয়নের জন্য পাঠ্যবই পড়তে হবে। পাশাপাশি মানসিক উৎকর্ষ ও পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠার জন্য পাঠ্যবই ছাড়াও অনেক বই পড়তে হবে।

তিনি আরো বলেন, একমাত্র বই পড়ার মাধ্যমেই মানুষের ভিতর সত্যিকারের মূল্যবোধ জাগ্রত হয়। আর মূল্যবোধই পারে আলোকিত মানুষ গড়ে তুলতে।

এসময় পবা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান।

Tags: