muktijoddhar kantho logo l o a d i n g

ভৈরব

ভৈরব আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় থেকে লাশ উদ্ধার

ভৈরব আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় থেকে লাশ উদ্ধার

সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের প্রাণকেন্দ্রস্থ পরিত্যক্ত ধ্বংসস্তুুপ কার্যালয় থেকে ভৈরব উপজেলা আওয়ামী লীগ অফিস থেকে হোটেল শ্রমিক শফিক মিয়া(৩৫) এর লাশ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। প্রাথমিক তদন্তে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের সঙ্গে থাকা স্যামসাং মোবাইল(সিমবিহীন) পাওয়া যায়। ভৈরব থানারি অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী বলেন, বেলা ১২ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবকের উপুর হওয়া লাশ দেখতে পাই। লাশের পাশে ১টি ইনহেলার, মোবাইল ফোন ছিল। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ফরেনসিক রিপোর্টে নিহতের কারন জানা যাবে। নিহত শফিক শহরস্থ কলা পট্টি আদুরী হোটেলে কাজ করত। সে কুলিয়ারচর উপজেলাধীন ছয়সুতি ইউনিয়নের মাটি কাটা গ্রামের মৃত সামসু মিয়ার পুত্র। গত বছরের ৫ আগষ্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ করার পর আওয়ামীলীগ অফিসে আগুন লাগানো এবং ভাংচুরের ঘটনার পর অফিসটি পরিত্যক্ত ধ্বংসস্তুুপ অবস্থায় আছেব।

Tags: