muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

‘এইচএমপিভি’ প্রতিরোধে শাহ আমানত বিমানবন্দরে সতর্কতা জারি

‘এইচএমপিভি’ প্রতিরোধে শাহ আমানত বিমানবন্দরে সতর্কতা জারি

চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া ‘হিউম্যান মেটানিউমো ভাইরাস’র (এইচএমপিভি) প্রাদুর্ভাব নিয়ে সতর্কতা জারি করেছে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ।

বুধবার এ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেন বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর।

বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিলের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এমন অবস্থায় সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সংক্রমণ প্রতিরোধ নির্দেশনা জারি করেছে।

তার মধ্যে রয়েছে মাস্ক ব্যবহার করা। হাঁচি ও কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা। সাবান কিংবা স্যানিটাইজার ব্যবহার করা, নিরাপদ দূরত্ব বজায় রাখা অন্যতম।

Tags: