muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

এসএসএফের ডিজির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে যা জানাল প্রেস উইং

এসএসএফের ডিজির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে যা জানাল প্রেস উইং

‘অপরাধে অভিযুক্ত গার্মেন্টস কারখানার মালিক আলী হোসেনকে এসএসএফের মহাপরিচালক (ডিজি) তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন’ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটি দাবি করা হচ্ছে। তবে এ দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (১৮ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

এসএসএফের একজন মুখপাত্রের দেওয়া বিবৃতির বরাত দিয়ে তিনি জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলো, যেখানে দাবি করা হয়েছে যে ডিরেক্টর জেনারেল (ডিজি) এসএসএফ অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন, সেগুলো সম্পূর্ণ মিথ্যা।

এসএসএফ-এর ওই মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, আলী হোসেন নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস কারখানার মালিক হিসেবে নিজেকে পরিচয় করিয়ে ডিজির ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। তার সঙ্গে বৈধ স্ট্যাম্পে একটি ভাড়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

বিবৃতিতে তিনি আরও বলেন, তার বাসায় একজন অপরাধে অভিযুক্তকে আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। ১৮ জানুয়ারি রাত ৩টা ৪৫ মিনিটে পুলিশ যখন তাকে গ্রেপ্তার করতে আসে, তখন ডিজি তাকে ধরে নিয়ে যেতে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে বলেন। ফেসবুকে দেওয়া পোস্টগুলো পুরোপুরি মিথ্যা ও বিকৃত। এটি কোনো তদন্ত ছাড়াই ডিজি, এসএসএফ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা। এটি দায়িত্বজ্ঞানহীন একটি কাজ।

Tags: