muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

ভিডিও কলে কথা বললেন পুতিন-শি

ভিডিও কলে কথা বললেন পুতিন-শি

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই ভিডিও কলে কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কৌশলগত অংশীদারিত্ব আরও উন্নত করার প্রস্তাব দেন তারা। পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করারও আহবান জানিয়েছেন। রয়টার্স।

মঙ্গলবার এই দুই বিশ্ব নেতা ভিডিও কলে কথা বলেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন যখন বেইজিং সফর করেন, তখন চীন ও রাশিয়ার মধ্যে ‘অবাধ’ অংশীদারিত্ব ঘোষণা করেন। ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর কয়েকদিন আগে তিনি এ ঘোষণা দেন। সাম্প্রতিক মাসগুলোতেও পুতিন চীনকে ‘মিত্র’ হিসেবে সম্বোধন করেন। বৈঠকের বিষয়ে ক্রেমলিনের একটি ভিডিও অনুসারে শিকে পুতিন বলেন, আমি আপনার সঙ্গে একমত যে মস্কো এবং বেইজিংয়ের মধ্যে সহযোগিতা জাতীয় স্বার্থের ভিত্তিতে এবং বৃহৎ দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত সে বিষয়ে মতামতের মিলের ওপর তৈরি। আমাদের সম্পর্ক হবে বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাস ও সমর্থন, সমতা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে। এই সংযোগগুলো হবে স্বয়ংসম্পূর্ণ। দেশীয় রাজনৈতিক কারণ এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়, বলেন পুতিন।

এদিকে শি পুতিনকে তার ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করে বলেন, তাদের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। ভবিষ্যতে তা নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এর আগে চীনের প্রতি কঠোর হওয়ার এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। শপথ গ্রহণের পর সাংবাদিকদের কাছে দেওয়া মন্তব্যে ট্রাম্প বলেন, পুতিনের উচিত যুদ্ধ বন্ধের জন্য একটি চুক্তি করা। কারণ এই সংঘাত রাশিয়াকে ‘ধ্বংস’ করছে।

Tags: