muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

রাজশাহীতে তারুণ্যের উৎসব উপলক্ষে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

রাজশাহীতে তারুণ্যের উৎসব উপলক্ষে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

রাজশাহীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে তিন দিনব্যাপী অনূর্ধ্ব-১৭ (বালক-বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠ প্রাঙ্গনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্টে মহানগরীসহ বিভাগের বিভিন্ন জেলার মোট ৯টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে উদ্বোধনী খেলাটি রাজশাহী মহানগরীর দল ও নাটোর জেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

এসময় জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. যোবায়ের হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, জেলা তথ্য অফিস রাজশাহীর পরিচালক তাজকিয়া আকবরী ও উপ-পরিচালক নাফেয়ালা নাসরিন, সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ লুবনা ইয়াসমিন, প্রভাষক পল্লবী দে।

Tags: