মুক্তিযোদ্ধার কণ্ঠ রিপোর্ট : একুশে পদকপ্রাপ্ত কবি যুক্তরাষ্ট্র প্রবাসী শহীদ কাদরী আর নেই।
নিউ ইয়র্কের নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে রোববার স্থানীয় সময় সকাল ৭টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
কবিপত্নী নীরা কাদরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কবির বয়স হয়েছিল ৭৪ বছর। উচ্চ রক্তচাপ এবং জ্বর নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় সাত দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
শহীদ কাদরীর জন্ম ১৯৪২ সালের ১৪ আগস্ট। তিনি পঞ্চাশ দশকের বাংলা ভাষার অন্যতম প্রধান কবি। তার কবিতা প্রজন্মের মননের প্রতীক।
তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘উত্তরাধিকার’, ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা , ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ এবং ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও। নিউ ইয়র্কে অবস্থানকালীন সময়ে রচিত কবিতাগুলো নিয়ে প্রকাশিত হয় ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’।