কিশোরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. দিদার (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দিদার ওই এলাকার মৃত ময়না মিয়ার ছেলে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের নগুয়া এলাকায় ধর্ষণের শিকার হয় শিশুটি। মঙ্গলবার দুপুরে থানায় অভিযোগ করেন শিশুটির বাবা। এরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযোগে জানা যায়, একটি বেসরকারি কোম্পানিতে চাকরির সুবাদে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় স্ত্রী -সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন নির্যাতনের শিকার শিশুটির বাবা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুটি বাসার পাশে খেলা করছিল।
এ সময় চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে নিজের খালি বাসায় নিয়ে ধর্ষণ করে দিদার। শিশুটি বাসায় আসলে রক্তক্ষরণ দেখে বিষয়টি জানতে পারে তার মা। তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করা হয়েছে।